Sunday , November 18 2018
Home / জাতীয় / ইউএনও তারিক সালমন অ্যাওয়ার্ড পাচ্ছেন!!!

ইউএনও তারিক সালমন অ্যাওয়ার্ড পাচ্ছেন!!!

নাগরিক সেবায় অসামান্য অবদান রাখার জন্য বরগুনা জেলা প্রশাসন  বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনকে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামান।

শনিবার ২২ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ফেসবুকে বরগুনা জেলা প্রশাসন পরিচালিত ‘সিটিজেনস ভয়েস বরগুনা’ নামক গ্রুপে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিনি। পোস্টে জেলা প্রশাসক উল্লেখ করেছেন, তারিক সালমনকে (uno সদর বরগুনা) ‘পাবলিক সার্ভিস এওয়ার্ড ১৭’ প্রদান করবেন বরগুনা জেলা প্রশাসন। নাগরিক সেবায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরুপ তাকে ডিসি অফিসে এই সন্মাননা প্রদান করা হবে।

এছাড়া নিরাপদ মাতৃত্ব সেবায় মমতাজ বেগম, শিক্ষায় জনাব সিদ্দিকুর রহমান, নাগারিক সেবায় জনাব গোলাম মোস্তফাকে এবং জেলা ব্রান্ডিং টীম ও ইনোভেশনে আরও ১১জন সিটিজেন জার্নালিস্টকে এই সন্মাননা প্রদান করা হবে বলে জানান।

আরও পড়ুন

আগামী নির্বাচনে মহাজোটের সঙ্গে থাকবো কিনা সেটা পরিস্থিতিই বলে দেবে

টপারবিডি ডেস্কঃ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে …