রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনে আহত তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিককে উন্নত চিকিৎসার জন্য চেন্নাই পাঠানো হয়েছে।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা এ কথা জানিয়ে বলেন, আজ বৃহস্পতিবার ভারতের চেন্নাইয়ের উদ্দেশে দুপুর একটায় শ্রীলংকা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়ে গেছেন সিদ্দিকুর। আগামীকাল সকালে চেন্নাইয়ের একজন চক্ষু চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেয়া হয়েছে বলে জানান তিনি।
সরকারের প্রতিনিধি হিসেবে সিদ্দিকুরের সাথে গেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সহকারী অধ্যাপক ডা. জাহিদুল আহসান মেনন।
এছাড়াও সিদ্দিকুরের বড় ভাই নওয়াব আলীও তার সাথে আছেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী জানান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় সিদ্দিকুরকে চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে চিকিৎসা করানো হবে।
প্রথমে সিদ্দিকুরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।চেন্নাই পাঠানোর আগে সিদ্দিকুর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং শনিবার তার চোখে অস্ত্রোপচার করা হয়েছিলো
গত বৃহস্পতিবার সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে আন্দোলন করতে গেলে রাজধানীর তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান দুই চোখে আঘাত পান।