Monday , October 18 2021
Home / জাতীয় / ঢাবির ভিসি মনোনয়নে ৩ জনের নাম প্রস্তাব

ঢাবির ভিসি মনোনয়নে ৩ জনের নাম প্রস্তাব

অনলাইন ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভাইস চ্যান্সেলর-ভিসি মনোনয়নের জন্য ৩ জনের নাম প্রস্তাব করা হয়েছে।

আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে নাম প্রস্তাব করা হয়।

নামের তালিকায় রয়েছেন, বর্তমান ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ এ তিনজনের মধ্যে থেকে একজনকে ভিসি মনোনীত করবেন।

টপারবিডি/ম আ রু

Check Also

আগামী নির্বাচনে মহাজোটের সঙ্গে থাকবো কিনা সেটা পরিস্থিতিই বলে দেবে

টপারবিডি ডেস্কঃ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে …