টপারবিডি ডেস্কঃতুরস্কের সর্বোচ্চ সামরিক কর্তৃপক্ষ দেশটির সেনা, বিমান ও নৌ বাহিনীর নেতৃত্বে পরিবর্তণ এনেছে। গত বছর ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর তুর্কি সরকার সর্বশেষ এ সিদ্ধান্ত নিল। এর আগে সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদে রদবদল করা হয়েছে।
রাজধানী আংকারায় তুরস্কের সর্বোচ্চ সামরিক পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। বৈঠকে তুর্কি পদাতিক বাহিনীর কমান্ডার জেনারেল সালিহ জেকি চোলাক, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল বুলেন্ত বোস্তানওগ্লু এবং বিমান বাহিনীর কমান্ডার জেনারেল আবিদিন ইউনালকে সরিয়ে দেয়া হয়।
সর্বোচ্চ সামরিক পরিষদের বৈঠকের সিদ্ধান্ত পরে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরাদগানকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। স্থানীয় সময় সন্ধ্যায় ইয়াসের কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট এরদোগান তার বাসভবনে বৈঠক করেন। এরপরই বিষয়টি সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
নতুন সেনাপ্রধান হয়েছেন সাবেক ডেপুটি চিফ অব স্টাফ জেনারেল ইয়াসের গুলের এবং বোস্তানওগ্লুর স্থলাভিষিক্ত হয়েছেন ভাইস অ্যাডমিরাল আদনান ওজবাল। এছাড়া, বিমান বাহিনীর নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল হাসান কুচুকাকিয়ুজ।
তুর্কি সরকারি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ব্যর্থ সেনা অভ্যুত্থানরে পর দেশে সামরিক বাহিনীর জেনারেল ও অ্যাডমিরালের সংখ্যা শতকরা ৪০ ভাগ কমানো হয়েছে। আনাদোলুর খবরে বলা হয়েছে, ৩২৬ জন থেকে ১৯৬ জনে কমিয়ে আনা হয়েছে জেনারেল ও অ্যাডমিরালের সংখ্যা। সূত্র: পার্সটুডে।
টপারাবিডি/ম আ রু