Wednesday , May 18 2022
Home / অন্যান্য / নিজের দেখা সিনেমার স্টাইলে ভাইকে বাঁচাল ১০ বছরের শিশু
১০ বছরের জ্যাকব ও তার ২ বছরের ভাই ডায়লান

নিজের দেখা সিনেমার স্টাইলে ভাইকে বাঁচাল ১০ বছরের শিশু

টপারবিডি অনলাইন ডেস্কঃ মাত্র দুই বছর বয়সী ভাই পানিতে পড়ে গেছে। এখন তাকে উঠিয়ে কিভাবে বাচাবে ১০ বছরের শিশু? এ সময়েই তার বারবার দেখা সিনেমাটির কথা মনে পড়ে। সিনেমাতে যেভাবে ডোয়েন জনসন বা দ্য রক পানি থেকে উদ্ধার করে জীবন বাঁচায় ঠিক সেভাবেই উদ্ধার করে জীবন বাঁচায় এবং প্রাথমিক চিকিৎসা দেয় সে।

দ্রুত চিকিৎসা দেওয়াতে দুই বছরের ভাই বেঁচে ওঠে। আর এতেই প্রশংসায় ভেসে যাচ্ছে ১০ বছরের জ্যাকব ও’কনর। তার দুই বছরের ভাই ডায়লান বাড়ির ভেতর থেকে এক ফাঁকে পালিয়ে পেছনের সুইমিং পুলে পড়ে গিয়েছিল।

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে। স্যান অ্যান্ড্রিয়াস সিনেমাটির দৃশ্য অনুকরণ করে ১০ বছরের জ্যাকব। আর হলিউড সিনেমায় দেখা দৃশ্যটি বাস্তবে কাজে লাগিয়ে ভাইয়ের জীবন বাঁচিয়ে তোলে সে।

দুই বছরের শিশুটি বর্তমানে হাসপাতালে আছে এবং দ্রুত সুস্থ হয়ে উঠছে।

শিশুটির এ উদ্ধারের কাহিনী কানে গেছে ডোয়েন জনসনেরও।

দ্য র‌ক খ্যাত ডোয়েনও অভিনন্দন জানিয়েছেন শিশুটিকে।

সূত্র : বিবিসি ও হাফিংটন পোস্ট

টপারবিডি/বাংলা ৭৭

Check Also

সেলফি তুলতে গিয়ে চারজন ছাত্রের মৃত্যু, সেলফি যেন ‘কিলফি’

অনলাইন ডেস্কঃ সেপ্টেম্বর মাসে ২০-২৫ জন কলেজ ছাত্র বেঙ্গালুরু শহরের ৩০ কিলোমিটার দূরের রামাগোন্ডলুতে একটি …