বিনোদন ডেস্কঃ সোশ্যাল মিডিয়াতে নিজেদের জীবনের টুকরো টুকরো ছবি পোস্ট। এসব কাজ করতে ভালোবাসেন রূপালি পর্দায় প্রায় সব তারকাই। শাহরুখই বা ব্যতিক্রম হবেন কেন। ছেলেমেয়েদের প্রতি শাহরুখের টান অবশ্য সকলেরই জানা।
কখনো বড় ছেলে আরিয়ানের ছবি, তো কখনো ঈদের শুভেচ্ছা জানাতে ছোট্ট আব্রামকে কোলে নিয়ে মন্নতের ছাদ থেকে পোজ। এবার শাহরুখ পোস্ট করলেন মেয়ে সুহানার সঙ্গে তাঁরই একটি ছবি।
ছবির ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘যখন ছোটরা স্কুলে চলে যায়…’। আর এতেই ফ্যানেরা বলছেন, মেয়েকে আসলে মিস করছেন ৫১ বছর বয়সী বাবা শাহরুখ।
সুহানার বয়স এখন সবে ১৭। ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী সে। লন্ডনের এই স্কুলেই আপাতত মেয়ের বেশির ভাগ দিন কেটে যায় তার।
ছুটিতেই শুধু দীর্ঘ সময় বাড়িতে থাকার সুযোগ মেলে। স্কুল খুলে যাওয়ায় মেয়েকে দেখতে যেতে হচ্ছে লন্ডনে। তাই মন খারাপ বাবার।
টুইটারে পোস্ট করা এই ছবি কিন্তু বেশ স্টাইলিশও। ফটো এডিটিং-এর ফিল্টার ব্যবহার করা এই ছবিতে বাবা-মেয়েকেও দেখাচ্ছেও দারুণ। সূত্র: আনন্দবাজার পত্রিকা
টপারবিডি/বাংলা ৭৭ম