জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিষ্ঠানটি সহকারী স্টেশন মাস্টার পদের জন্য ৩০ জনকে নিয়োগ দেবে।
⊕ পদের নাম : সহকারী স্টেশন মাস্টার
⊕ যোগ্যতা:
⇒ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
⇒ চাকরির বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর।
⊕ মাসিক বেতনঃ
⇒ নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে নয় হাজার ৭০০ টাকা থেকে ২৩ হাজার ৪৯০ টাকা।
⊕ আবেদন প্রক্রিয়া
⇒ আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ রেলওয়ে-এর ওয়েবসাইট http://www.railway.gov.bd- থেকে আবেদন ফরম ডাউনলোড করে এ-4 সাইজের কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্র অফিস চলাকালীন সময়ের মধ্যে ‘চিফ পার্সোনেল অফিসার (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম’-এর বরাবর পৌঁছাতে হবে।
⊕ আবেদনের সময়সীমা:
⇒ আবেদন করা যাবে আগামী ২৮ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত জানতে ভিজিট করুন : http://www.railway.gov.bd
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুনঃ
সূত্র : দৈনিক বাংলাদেশ প্রতিদিন
টপারবিডি/বাংলা ৭৭ম