Monday , October 18 2021
Home / জাতীয় / রোহিঙ্গাদের উপর হত্যা-নির্যাতনের প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করেছে হেফাজত ইসলাম
ফাইল ছবি

রোহিঙ্গাদের উপর হত্যা-নির্যাতনের প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করেছে হেফাজত ইসলাম

অনলাইন ডেস্কঃ  মিয়ানমারে রোহিঙ্গাদের উপর হত্যা-নির্যাতনের প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করেছে হেফাজত ইসলাম।

ঢাকায় বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা মহানগর হেফাজত।
সমাবেশে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোছাইন কাসেমী প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে বলেন, কূটনৈতিকভাবে রোহিঙ্গা সংকট নিরসন ও তাদের নিজ আবাসভূমিতে ফিরিয়ে দিতে জোর প্রচেষ্টা চালান। এতে সমাধান না হলে মুসলমানদের জন্য স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠায় যুদ্ধ ঘোষণা করুন। এ যুদ্ধে সরকার নেতৃত্ব দিলে জনগণ তাদের পাশে থাকবে।

সমাবেশে হেফাজত নেতা জুনায়েদ আল হাবীব বলেন, নির্যাতিত মুসলমানদের রক্ষায় মিয়ানমারের সাথে যুদ্ধ তথা জিহাদ করা ফরজ হয়ে গেছে। এজন্য প্রধানমন্ত্রীকে জাতিসংঘে বিষয়টি উপস্থাপন করতে হবে।

ড. আহমদ আব্দুল কাদের বলেন, রোহিঙ্গা মুসলিমদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে আরাকান স্বাধীন করতে হবে।

মাহফুজুল হক বলেন, মিয়ানমারের সাথে আলোচনা করে লাভ হবে না। স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রয়োজনে জিহাদ করতে হবে।

আব্দুর রব ইউসুফ বলেন, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় ভারত যেভাবে আমাদের ট্রেনিং, অস্ত্র দিয়ে সহায়তা করেছিল ঠিক সেভাবে স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠায় রোহিঙ্গাদের ট্রেনিং ও অস্ত্র দিতে হবে।

সমাবেশে হেফাজত নেতারা ত্রাণ সামগ্রী সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের নির্দেশনা বাতিল করে যাতে সবাই রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে পারে সে ব্যবস্থা করুন।

সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে হাউজ বিল্ডিংয়ের সামনে এসে শেষ হয়। মিছিল ও সমাবেশে হেফাজত নেতাকর্মীদের পাশাপাশি সমমনা ইসলাম দলগুলোর নেতাকর্মীরাও অংশ নেন। এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে পৃথক একটি মিছিল বের হয়। মিছিল থেকে মিয়ানমারের নেত্রী অং সান সুচীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। এদিকে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ সারাদেশে বিক্ষোভ করে হেফাজত ইসলাম।

টপারবিডি/বাংলা ৭৭

Check Also

আগামী নির্বাচনে মহাজোটের সঙ্গে থাকবো কিনা সেটা পরিস্থিতিই বলে দেবে

টপারবিডি ডেস্কঃ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে …