Wednesday , March 27 2019
Home / ইসলাম / চাঁদ দেখা গেছে,আগামী ১ অক্টোবর পবিত্র আশুরা

চাঁদ দেখা গেছে,আগামী ১ অক্টোবর পবিত্র আশুরা

অনলাইন ডেস্কঃ  অনলাইন ডেস্কঃ বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৩৯ হিজরি বর্ষপঞ্জির মুহাররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২২ সেপ্টেম্বর শুক্রবার থেকে মুহাররম মাস গণনা করা হবে। আর আগামী ১ অক্টোবর রবিবার সারাদেশে পবিত্র আশুরা উদযাপিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্সে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়য়ের সচিব মো. আনিছুর রহমান।

সভায় ১৪৩৯ হিজরি বর্ষপঞ্জির মুহাররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

সভায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মিজান-উল-আলম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মো. শাখাওয়াত হোসেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী মসজিদের খতিব মাওলানা আবু রায়হান ও চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

টপারবিডি-বাংলা ৭৭ম ম 520

আরও পড়ুন

ফটক ভেঙে ভিসির কার্যালয়ে প্রবেশকারীদের শাস্তি হওয়া উচিতঃ ওবায়দুল কাদের

অনলাইন ডেস্কঃ ফটক ভেঙে ভিসির কার্যালয়ে প্রবেশকারীদেরও শাস্তি হওয়া উচিত, মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ …