Saturday , March 23 2019
Home / বিনোদন / পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র অভিনয়ে কবরী

পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র অভিনয়ে কবরী

বিনদোন ডেস্কঃ  সর্বশেষ ২০১২ সালে ‘রাজা সূর্য খাঁ’ ছবিতে অভিনয় করেছিলেন ঢাকাই ছবির মিষ্টিমেয়ে খ্যাত অভিনেত্রী কবরী। এরপর রাজনীতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। প্রস্তুতি নিচ্ছিলেন চলচ্চিত্র পরিচালনার।

নতুন খবর হচ্ছে, পাঁচ বছর পর আবারও চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন কবরী। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেনে ‘মন দেব মন নেব’ শিরোনামের একটি ছবিতে। ছবির পরিচালক রবিন খান এ তথ্য জানান।

পরিচালক রবিন খান বলেন, কবরী ম্যাডাম মোটে রাজি হচ্ছিলেন না। অনেক রিকোয়েস্ট করার পর তিনি কাজ করতে রাজি হয়েছেন।

তিনি আরও বলেন, এর আগে মাহিকে চুক্তিবদ্ধ করেছি। এবার নতুন করে কবরী ম্যাডাম রাজি হলেন।

‘মন দেব মন নেব’ ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। মাহির বিপরীতে শোনা যাচ্ছে এই ছবিতে নায়ক হিসেবে থাকছেন ‘তুখোড়’ ছবির নায়ক শিবলী নোমান। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে রংপুর, কুড়িগ্রামে ছবির শুটিং শুরু হবে।

টপারবিডি-বাংলা  ৭৭ম ৫২২

আরও পড়ুন

সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সাফল্যের পেছনে মোদি??

সালমান খান অভিনীত সদ্য মুক্তি পাওয়া ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সাফল্যের সঙ্গে নাকি জড়িয়ে আছেন …