বিনোদন ডেস্কঃ বলিউড সুপারস্টার সালমান খান কবে বিয়ে করবেন, সে বিষয়ে তার অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। এখন পর্যন্ত সলমনের বিয়ের কোনো খবর নেই। তবে বিশেষ সূত্রে খবর, শিগগিরই সারোগেসির মাধ্যমে বাবা হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন এই বলিউড তারকা।
কখনও ঐশ্বর্য রাই, কখনও বা ক্যাটরিনা কাইফ— এমন অনেক নায়িকার সঙ্গেই সালমান খানের সম্পর্কের কথা শোনা যায়। তবে তাদের কারও সঙ্গেই শেষ পর্যন্ত বিয়ে হয়নি তার। রোমানিয়ান গার্লফ্রেন্ড উলিয়া ভানটুরের সঙ্গে প্রেমের গুঞ্জণ থাকলেও তা বিয়ে পর্যন্ত গড়ায়নি।
এবার বিয়ে না করেই বাবা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন বলিউডের সুপার স্টার সালমান খান। প্রশ্ন হচ্ছে, কবে বাবা হতে চলেছেন তিনি?
সালমান খান একাধিকবার বলেছেন, তার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। তবে নিজের সন্তান চান তিনি। সেই কারণেই সারোগেসির মাধ্যমে বাবা হতে চান সালমান খান।
বলিউড সূত্রে জানা যায়, আগামী ২-৩ বছরের মধ্যেই বাবা হতে চান সালমান খান। আগামী ডিসেম্বরে ৫২ বছর বয়স হবে এই অভিনেতার। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, সন্তানের বয়স ২০ হতে হতে তার ৭০ বছর বয়স হয়ে যাবে। সে কারণেই বাবা হতে আর দেরি করতে চান না তিনি।
এবার সত্যি সরোগেসির মাধ্যমে সালমান খান বাবা হবেন কিনা, সেটাই দেখার বিষয়।
১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিগ বস ১১। এই রিয়্যালিটি শো নিয়ে ব্যস্ত সালমান। এছাড়া রেম ডি’সুজার পরবর্তী ছবি রেস ৩-তেও কাজ করবেন তিনি। কিছুদিন পরেই এই ছবির শ্যুটিং শুরু হবে বলে জানা গেছে।
টপারবিডি-বাংলা ৭৭ ম ২২৫