Monday , October 18 2021
Home / বিনোদন / এফডিসিতে চলছে পরীমনির ‘বাহাদুরী’

এফডিসিতে চলছে পরীমনির ‘বাহাদুরী’

বিনোদন ডেস্কঃ  এফডিসিতে চলছে পরী মণি অভিনীতি ‘বাহাদুরী’ ছবির শুটিং। আজ শুক্রবার দুপুরের পর শুটিংয়ে অংশ নেন পরী। ছবির পরিচালক শফিক হাসান জানান, গতকাল থেকেই এফডিসিতে শুটিং করছেন পরী। আর আজই এফডিসি অংশের শুটিং শেষ করতে চান তাঁরা।

দুদিনের শুটিংয়ে পরীর কাজ নিয়ে প্রশংসা করেন শফিক। তিনি বলেন, ‘আমি এর আগে পরী মণিকে নিয়ে একটি ছবি নির্মাণ করেছি, এটা আমার দ্বিতীয় ছবি তাঁর সঙ্গে। এখন এই ছবির শুটিং করতে গিয়ে পরী মণিকে আমার কাছে পরিপূর্ণ একজন শিল্পী মনে হয়েছে। অভিনয় দক্ষতা অনেক ভালো হয়েছে তাঁর। আগে অনেক কিছুই বুঝিয়ে দিতে হতো, যা এখন প্রয়োজন হচ্ছে না। নিজের চেষ্টায় পরী নিজেকে চেঞ্জ করেছে। আমি তাঁর এই সিনসিয়ারিটিকে ধন্যবাদ জানাই। তিনি এখন ঘড়ি ধরে, সময় মেনে কাজ করছেন। এটা খুবই ভালো লাগছে।’

‘বাহাদুরী’ ছবিতে পরীর বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক। ছবিতে খলনায়কের চরিত্রে থাকছেন মিশা সওদাগর।

টপারবিডি-বাংলা ৭৭ম ৪৫০

Check Also

সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সাফল্যের পেছনে মোদি??

সালমান খান অভিনীত সদ্য মুক্তি পাওয়া ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সাফল্যের সঙ্গে নাকি জড়িয়ে আছেন …