অনলাইন ডেস্কঃ টেস্ট সিরিজের ব্যর্থতার পর ব্যাটসম্যানদের ব্যাটে রান আসায় বাংলাদেশের ইনিংসের পর কিছুটা স্বস্তি এসেছিলো। কিন্তু কিম্বার্লিতে উইকেটের জন্য বোলারদের মাথা কুটে মরতে দেখে সেই স্বস্তি কোথায় যেন উড়ে গেল!
এই উইকেটে ৩৫০ রানও চেজ করা সম্ভব। তাই বাংলাদেশের ২৭৮ রানের পুজিতেও খুব একটা আশাবাদী হতে পারেনি কেউ। কিন্তু ব্যাটসম্যানদের রানে ফেরা বিশেষ করে মুশফিকুর রহীমের এমন দারুণ একটি সেঞ্চুরি ম্যাচে বাংলাদেশ বিন্দুমাত্র লড়াইও করতে পারলো না বোলারদের ব্যর্থতায়।
সাতজন বোলার ব্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে কাউকেই দশ ওভারের কোটা পূরণ করতে হয়নি। ৪৩ ওভারে ২৮০ রানের পৌছে গেছেন দুই প্রোটিয়া ওপেনার। কুইন্টন ডি কক ১৬৮ ও হাশিম আমলা ১১০ রানে অপরাজিত ছিলেন। ডি কক ১৪৫ বলে ইনিংসে মেরেছেন ২১টি চার ও ২টি ছক্কা। সে তুলনায় আমলা ছিলেন কিছুটা ধীরস্থির। তার ১১২ বলের ইনিংসে ৮টি মাত্র চার।
দশ উইকেটের এই জয়ে একটি বিশ্ব রেকর্ড হয়েছে দক্ষিণ আফ্রিকার। রান তাড়া করার হিসেবে ১০ উইকেটে জেতার রেকর্ড এটি। এর আগে কোন উইকেট না হারিয়ে এত রান তাড়া করে জেতেনি কোন দল। এছাড়া উদ্বোধনী জুটির রানের হিসেবে ডি কক ও আমলা স্থান পেয়েছেন রেকর্ড বইয়ে। উদ্বোধীন জুটিতে তৃতীয় সর্বোচ্চ রান এটি। সর্বোচ্চ সনথ জয়সুরিয়া ও উপুল থারঙ্গার(২৮৬)। এছাড়া দক্ষিণ আফ্রিকার পক্ষে ও বাংলাদেশের বিপক্ষে যে কোন দেশের এটিই সবচেয়ে বড় উদ্বোধনী জুটি।
বাংলাদেশী বোলারদে মধ্যে আজ ওভার প্রতি সবচেয়ে বেশি রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৫ ওভার বল করে ওভার প্রতি নয়ের বেশি হারে তিনি খরচ করেছে ৪৬ রান। এছাড়া তাসকিন ৮ ওভারে ৬১ রান দিয়েছেন।
টপারবিডি-বাংলা ৭৭ম ৯৯৯