Monday , May 16 2022
Home / জাতীয় / সুপ্রিম কোর্ট প্রশাসনে ব্যাপক রদবদল

সুপ্রিম কোর্ট প্রশাসনে ব্যাপক রদবদল

অনলাইন ডেস্কঃ  সুপ্রিম কোর্ট প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসনের সর্বোচ্চ পদ রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. সাব্বির ফয়েজ, প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আনিসুর রহমানসহ উচ্চপর্যায়ের ১০ কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন মন্ত্রণালয় গতকাল রবিবার এসব বিচার বিভাগীয় কর্মকর্তাকে সুপ্রিম কোর্টের বাইরে বদলি করল। এ বিষয়ে গতকাল আইন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গত ৩ অক্টোবর ছুটিতে গেছেন। তিনি গত ১৩ অক্টোবর বিদেশে যান। এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। এ কারণে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে গত ১১ অক্টোবর বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক। ওই বৈঠক শেষে বেরিয়ে সেদিন আইনমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট প্রশাসনে পরিবর্তন আনতে চান। এ অবস্থায় সুপ্রিম কোর্ট প্রশাসনে পরিবর্তন আনা হলো।

আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামকে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পদে বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদ সৃষ্টির পর সৈয়দ আমিনুল ইসলামকে ওই পদে নিয়োগ দেন প্রধান বিচারপতি। এ ছাড়া হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেনকে ঢাকার বিশেষ জেলা জজ, অতিরিক্ত রেজিস্ট্রার যাবিদ হোসেনকে রংপুরের নারী-শিশু ট্রাইব্যুনালের বিচারক, অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. সাব্বির ফয়েজকে লালমনিরহাটের অতিরিক্ত জেলা জজ, প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আনিসুর রহমানকে পঞ্চগড় অতিরিক্ত জেলা জজ, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুনাভ চক্রবর্তীকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা জজ, হাইকোর্টের স্পেশাল অফিসার এ ই এম ইসমাঈল হোসেনকে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) আজিজুল হককে ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার ফারজানা ইয়াসমিনকে পিরোজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ডেপুটি রেজিস্ট্রার কামাল হোসেন শিকদারকে চুয়াডাঙ্গার যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের বদলীকৃত স্থানে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। জনস্বার্থে এ বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়ে

টপারবিডি-বাংলা ৭৭ম ৫৭৫

Check Also

আগামী নির্বাচনে মহাজোটের সঙ্গে থাকবো কিনা সেটা পরিস্থিতিই বলে দেবে

টপারবিডি ডেস্কঃ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে …