Monday , October 18 2021
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / অ্যান্ড্রয়েড ফোন ভার্সন আপডেট করবেন যেভাবে

অ্যান্ড্রয়েড ফোন ভার্সন আপডেট করবেন যেভাবে

অনলাইন ডেস্কঃ স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহারে স্লো হয়ে যায়। এছাড়া আরো নানা সমস্যা হয়।এসব সমস্যা এড়িয়ে চলতে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করা উচিত। চলুন জেনে নেওয়া যাক কিভাবে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করা যায়।

⇒প্রথমেই আপনার মোবাইল ফোন মেমোরিতে সংরক্ষিত ডাটা (ছবি, গান, ভিডিও, অন্যান্য প্রয়োজনীয় তথ্য) ব্যাকআপ করে রাখুন। কারণ, আপডেট হওয়ার সময় আপনার ফোনের ডাটা ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

⇒ তারপর Settings ওপেন করুন।

⇒ নিচে স্ক্রল করে About Phone এ ক্লিক করুন।

⇒ Software Updates এ ক্লিক করুন।

⇒ Update/ Check for Updates এ ক্লিক করুন। এটি আপনার মোবাইল এর জন্য কোন আপডেট আছে কিনা তা চেক করবে।

আপডেট আছে কিনা তা নির্ভর করবে আপনার মোবাইল ফোনের উপর। নতুন আপডেট সব মোবাইল এর জন্য থাকে না।
যদি কোন আপডেট থাকে তাহলে তা ডাউনলোড হওয়া শুরু হবে। বড় সাইজের আপডেট এর জন্য আপনার ফোন টিকে Wi-Fi এ কানেক্ট করে রাখুন যাতে আপনার মেগাবাইট শেষ হয়ে যাওয়ার ভয় না থাকে।

⇒ আপডেট যখন ডাউনলোড হওয়া শেষ হবে, তখন সেই আপডেট টি ইন্সটল হওয়ার জন্য মোবাইল ফোন টি রিস্টার্ট হবে এবং সম্পূর্ণ আপডেট প্রক্রিয়াটি শেষ হতে বেশ কিছুক্ষন সময় লাগতে পারে। আপডেট চলাকালিন সময়ে মোবাইল ফোনটি চার্জার এ কানেক্ট করে রাখবেন যাতে মোবাইল এর চার্জ শেষ হয়ে না যায়।

টপারবিডি-বাংলা ৭৭ম ৪২৫

আরও পরুন- গুগল প্লে স্টোরে আসছে বেশকিছু পরিবর্তন,ইন্সটল না করেই চলবে অ্যাপ

Check Also

রাতে মোবাইল পাশে নিয়ে ঘুমানোটা কতটা বিপজ্জনক দেখুন

অনলাইন ডেস্ক: সাবধান! মাথার কাছে মোবাইল ফোনটা চালু রেখে কখনও ঘুমোতে যাবেন না।জরুরি এসএমএস, হোয়াটসঅ্যাপ …