অনলাইন ডেস্কঃ ৪৫ দিনের একটি ব্যর্থ সফর শেষে দেশে ফিরেছে সাকিব-মুশফিকরা। আজ মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় অবতরণ করে তাদের বহনকারী বিমানটি। ফেরার পথে বিমানে দু’টি সেলফির ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন নাসির হোসেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ কম থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি নিয়ে বেশ আশাবাদী ছিল পুরো বাংলাদেশ; কিন্তু শেষ পর্যন্ত তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু হয় টেস্ট দিয়ে। পচেফস্ট্রমের সেনউইজ পার্ক স্টেডিয়ামে প্রথম টেস্টে ৩৩৩ রানে হেরে যায় বাংলাদেশ। ব্লুমফন্টেইনের মাঙ্গুয়াঙ ওভালে দ্বিতীয় টেস্টে ছিল আরও বিবর্ণ। হারে ইনিংস ও ২৫৪ রানের বিশাল ব্যবধানে।
টেস্টে ব্যর্থতার পর মাশরাফির হাত ধরে রঙিন পোশাকে ঘুরে দাঁড়াতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি ওয়ানডে দল। প্রথম ম্যাচে ১০ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ১০৪ ও শেষ ম্যাচে ২০০ রানে হেরে যায়।
এ সফরেই তিন অধিনায়কের যুগে প্রবেশ করে বাংলাদেশ। সাকিব নেতৃত্ব দেন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। প্রথম টি-টোয়েন্টিতে কিছুটা লড়াই করে ২০ রানে হারলেও শেষ ম্যাচে হারে ৮৩ রানে।
টপারবিডি বাংলা- ৭৭ম ৯৯৯
আমাদের পেজে আরও পড়ুন ⇒ নতুন নিয়মে কাল থেকে শুরু হচ্ছে জেএসসি-জেডিসি পরীক্ষা
⇒ শীতের শুরুতে যেভাবে ত্বকের যত্নে ত্বক হয়ে উঠবে মসৃণ এবং স্বাস্থ্যজ্জ্বল