Thursday , January 20 2022
Home / বিনোদন / আমি বাঁদরের মতো লাফাতে পারি, কেন বললেন সানি?

আমি বাঁদরের মতো লাফাতে পারি, কেন বললেন সানি?

বিনোদন ডেস্কঃ  শিরোনামটা ঠিকই পড়ছেন। সানি লিওন নিজেই বলেছেন, তিনি বাঁদরের মতো লাফাতে পারেন। শুধু বলেই থেমে থাকেননি, সঙ্গে দিয়েছেন সচিত্র প্রমাণ। আর সে কারণেই ইতিমধ্যেই ট্রেন্ডিং লিস্টে ঢুকে পড়েছেন নায়িকা।

বিষয়টা ঠিক কী?

সদ্য ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সানি। যেখানে দেখা যাচ্ছে, স্বামী ড্যানিয়েল ওয়েবারের কাঁধের ওপর উঠে পড়েছেন তিনি। ক্যাপশনে সানি লিখেছেন, ‘গল্পটা পড়ুন। আমি পাগলামো করে বাঁদরের মতো লাফ দিয়ে ড্যানিয়েলের কাঁধে উঠে পড়েছিলাম।

ড্যানিয়েল বলেছিল, আমাকে কেউ বাঁচাও প্লিজ। তার উত্তরে আমি বলেছিলাম, কাম অন…..।

ড্যানিয়েল হেসে বলেছিল, ঠিক আছে তুমি লাফাতেই পারো। কারণ আমি তোমাকে ভালবাসি।’

সিনে দুনিয়ার তারকারা মাঝেমধ্যেই নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। সানিও তার ব্যতিক্রম নন। উপরের ছবি সে প্রমাণই দিচ্ছে।-আনন্দবাজার

টপারবিডি বাংলা-৭৭ম

Check Also

সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সাফল্যের পেছনে মোদি??

সালমান খান অভিনীত সদ্য মুক্তি পাওয়া ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সাফল্যের সঙ্গে নাকি জড়িয়ে আছেন …