Tuesday , May 17 2022
Home / বিনোদন / এটি হাস্যকর মামলা,কার নম্বর সেটা আমার দেখার বিষয় না বললেন শাকিব

এটি হাস্যকর মামলা,কার নম্বর সেটা আমার দেখার বিষয় না বললেন শাকিব

বিনোদন ডেস্কঃ এই বিষয়টি সবার কাছে ক্লিয়ার। একজন শিল্পী হিসেবে আমি শুধু আমার ডায়লগটি বলেছি। এটা কার নম্বর সেটা আমার দেখার বিষয় না। আমি শিল্পী হিসেবে সংলাপ বলেছি। মামলার বিষয়টি পরিচালক, প্রযোজক বা যিনি সংলাপ লিখেছেন তারা দেখবেন। আমি দেশের বাইরে থাকা অবস্থায় এ বিষয়ে কিছুটা শুনেছিলাম। এরপর বাইরের দেশের গণমাধ্যমেও সংবাদ হয়েছে সেখান থেকে জেনেছি। এটি আসলে একটি হাস্যকর মামলা যা নিয়ে বাইরের দেশের গণমাধ্যমেও সংবাদ হচ্ছে। আমি আইনের ছাত্র হলে হয়তো মামলাটি কোন গ্র্যাউন্ডে হয়েছে সেটা ভালো বলতে পারতাম। বললেন চিত্রনায়ক শাকিব খান।

শনিবার দুপুরে মেট্রোসেম সিমেন্ট আয়োজিত ‘Car তুমি কার’ শীর্ষক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন শাকিব খান।গেলো ২৯ অক্টোবর হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পা জাহানের আদালতে মামলাটি দায়ের করেন বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের সিএনজি চালক ইজাজুল মিয়া।

একইসঙ্গে মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত ‘রাজনীতি’ সিনেমার প্রদর্শন বন্ধের আবেদন জানানো হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, প্রায় ২ ঘণ্টা ১৬ মিনিট ১১ সেকেন্ড ব্যাপ্তির ‘রাজনীতি’ চলচ্চিত্রের ২৬ মিনিট ১২ সেকেন্ডর সময় চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস একটি ডায়লগ দেন ‘এভাবে আর কোনোদিন চলে যেতে দেব না আমার স্বপ্নের রাজকুমার’, জবাবে নায়ক শাকিব খান ডায়লগ দেন ‘আমিও তোমাকে আর ছেড়ে যাব না আমার রাজকুমারী’, নায়িকা অপু বিশ্বাসের ডায়লগ ‘আমার ফেসবুক আইডি যে ‘রাজকুমারী’ তুমি তা জানলে কী করে, জবাবে নায়ক শাকিব খান ডায়লগ দেন ‘যেভাবে তুমি জানো আমার মোবাইল ফোন নম্বর ০১৭১*******’। প্রকৃতপক্ষের মোবাইল ফোন নম্বরটি চিত্রনায়ক শাকিব খানের নয়। সেই মোবাইল ফোন নম্বরের মালিক হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ইজাজুল মিয়া।

অনুমতি ছাড়া সিনেমায় মোবাইল ফোন নম্বর ব্যবহার করায় এবং সেটি বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হওয়ায় প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

টপারবিডি বাংলা-৭৭ম ৩৪৫

Check Also

সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সাফল্যের পেছনে মোদি??

সালমান খান অভিনীত সদ্য মুক্তি পাওয়া ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সাফল্যের সঙ্গে নাকি জড়িয়ে আছেন …