অনলাইন ডেস্কঃ অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই বাজিমাৎ করেছেন নাসির হোসেন।বিপিএলের প্রথম ম্যাচে আজ সিলেট সিক্সার্সের প্রতিপক্ষ তারকাবহুল ঢাকা ডায়নামাইটস। অপেক্ষাকৃত সাদামাটা দল নিয়ে উদ্বোধনী ম্যাচেই চমক দিল স্বাগতিক সিলেট সিক্সার্স।
নাসির হোসেনের নেতৃত্বাধীন সিলেট আজ হাতে ১৯ বল রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে বর্তমান চ্যাম্পিয়ন সাকিবের ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে টুর্নামেন্টে শুভযাত্রা শুরু করেছে।
তার দল যেমন জিতেছে, তার উইকেট নিয়ে তার ভাবনাও সঠিক প্রমাণিত হয়েছে। তার গেম প্লান নিখুঁত প্রমাণিত হয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট যে ব্যাটিং নির্ভর হতে পারে- এমনটা আভাস পাওয়া গেছে আগেই। শুক্রবার দিনভর অনুশীলন শেষে নাসির হোসাইন বলেছিলেন, আমার যতটুকু ধারণা এই মাঠে রান অনেক বেশি হবে।
বিপিএল-এর উদ্বোধনী ম্যাচে নাসিরের দল সিলেট সিক্সার্সের ব্যাটিং দেখলেই তার ধারণায় সঙ্গে মিল পাওয়া যাবে। যদিও তাদের প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস বড় কোনো লক্ষ্য দিতে পারেনি।
শনিবার টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৩৬ রানের লক্ষ্য নির্ধারণ করে দেয় বিপিএল তিন বারের চ্যাম্পিয়ন ঢাকা। জবাবে অনেকটা অনায়াসে জয় তুলে নেয় সিলেট। ১২৫ রানে যখন প্রথম উইকেটের পতন হয় তখন জয় থেকে মাত্র ১২ রান দূরে সিলেট। ১৬.৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে জয় তুলে নেয় গত বার বিপিএল এ অংশ না নেয়া এই ফ্র্যাঞ্চাইজি।
টপারবিডি বাংলা -৭৭ম