Thursday , January 20 2022
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / স্টিফেন হকিং সতর্ক করলেন পুরো মানব সভ্যতাকে, পৃথিবীর আয়ু আর ৬০০ বছর!
ছবি-ইন্টারনেট

স্টিফেন হকিং সতর্ক করলেন পুরো মানব সভ্যতাকে, পৃথিবীর আয়ু আর ৬০০ বছর!

অনলাইন ডেস্কঃ বিশিষ্ট বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন, হাতে সময় আছে ৬০০ বছরেরও কম। এর মধ্যেই ফুরিয়ে যাবে পৃথিবীর আয়ু। পৃথিবী এই সময়ের মধ্যে এতোটাই উষ্ণ হয়ে উঠবে যে আমাদের এই গ্রহ বদলে যাবে অগ্নিপিণ্ডে।

 

চীনের বেজিংয়ে অনুষ্ঠিত ‘টেনসেন্ট ডব্লিউ ই’ শীর্ষ সম্মেলনে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। স্টিফেন হকিং বলেন, দ্রুত হারে জন বিস্ফোরণের জন্য শক্তির ব্যবহার বাড়ছে। তার জেরে বাড়ছে উষ্ণায়নের মাত্রা। তার ফলে আগামী ২৬০০ সালের মধ্যে এই গ্রহ পুরোমাত্রায় অগ্নিপিণ্ডে পরিণত হয়ে বাসযোগ্য থাকবে না। প্রতিকার হিসেবে পৃথিবীর বিকল্প খুঁজে যেখানে চলে যেতে হবে।

 

সেরকম একটি নক্ষত্রের সন্ধানও দিয়েছেন ব্ল্যাক হোল থিওরির আবিষ্কারক। পৃথিবী থেকে ৪ বিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে আলফা সেঞ্চুরি নামে একটি নক্ষত্র, যার আবহাওয়া মণ্ডল আমাদের গ্রহের মতোই। হকিং–এর মতে, আলফা সেঞ্চুরি দ্রুত পৌঁছাতে প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তির ছোট্ট একটি বিমান যা আলোর গতিতে ছুটবে। যে বিমানে চড়ে মঙ্গলে এক ঘণ্টারও কম সময়ে, প্লুটোতে ২৪ ঘণ্টার মধ্যে পৌঁছানো সম্ভব।

টপারবিডি বাংলা-৭৭ম ৫৭৫

আমাদের পেজে আর পড়ুন ⇒ ডিসেম্বর থেকে উইন্ডোজ ১০ বিনামূল্যে আপডেট বন্ধ

বায়ুদূষণের মতো তার বিহীন প্রযুক্তিতে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

Check Also

রাতে মোবাইল পাশে নিয়ে ঘুমানোটা কতটা বিপজ্জনক দেখুন

অনলাইন ডেস্ক: সাবধান! মাথার কাছে মোবাইল ফোনটা চালু রেখে কখনও ঘুমোতে যাবেন না।জরুরি এসএমএস, হোয়াটসঅ্যাপ …