Thursday , January 20 2022
Home / বিনোদন / ৪ দিনে আড়াই কোটিতে ‘টাইগার জিন্দা হ্যায়’ ট্রেলার (ভিডিও সহ)

৪ দিনে আড়াই কোটিতে ‘টাইগার জিন্দা হ্যায়’ ট্রেলার (ভিডিও সহ)

অনলাইন ডেস্কঃ সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে বহুদিন স্ক্রিন শেয়ার করেননি বলিউডের ভাইজানখ্যাত সালমান খান।

সর্বশেষ ২০১২ সালে ‘এক থা টাইগার’ সিনেমা দিয়ে পর্দায় হাজির হয়েছিলেন বলিউডের আলোচিত এই জুটি।

মাঝে টানা ৫ বছরের বিরতি। অবশেষে ফের একসঙ্গে রুপালি পর্দায় আসতে চলেছেন সালমান-ক্যাট।

অনস্ক্রিনে এই জুটিকে দর্শকরা খুবই পছন্দ করেন। অফস্ক্রিনেও তাদের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই।

তাদের প্রণয়ের সম্পর্কের গুঞ্জন নিয়ে একসময় বলিউড ছিল সরগরম। যদিও নিজের মুখে সে কথা স্বীকার করেননি কেউই। এমনকি বিচ্ছেদের পরও।

তবু যা রটে তার কিছুটা তো বটে। সে যাই হোক- ‘টাইগার জিন্দা হ্যায়’-তে ফের একবার এই জুটিকে দেখতে পাবেন ভক্তরা।

২০১২ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’।

ছবির শুটিং শুরু থেকেই ‘ভাইজান’-এর ছবি নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই।

সর্বশেষ সালমান খান অভিনীত টিউবলাইট সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ফলে ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমা দিয়ে আবারও আলোচনায় আসার চেষ্টা দাবাংখ্যাত এ অভিনেতার।

গত ৬ নভেম্বর ইউটিউবে মুক্তি পেয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার ট্রেলার। ৩ মিনিট ১৪ সেকেন্ডের রুদ্ধশ্বাস ট্রেলার দেখতে হুমড়ি খেয়ে পড়েন সিনেপ্রেমীরা।

মাত্র চার দিনে ২ কোটি ৫৫ লক্ষ বার দেখা হয়েছে এই সিনেমার ট্রেলার।

আসছে ২২ ডিসেম্বর মুক্তি পাবে বছরের সবচেয়ে আলোচিত এই সিনেমা।

টপারবিডি বাংলা-৭৭ম

Check Also

সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সাফল্যের পেছনে মোদি??

সালমান খান অভিনীত সদ্য মুক্তি পাওয়া ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সাফল্যের সঙ্গে নাকি জড়িয়ে আছেন …