অনলাইন ডেস্কঃ অসাধারণ বোলিং করেছেন সুনিল নারিন ও আবু হায়দার রনি। শেষদিকে বল হাতে জ্বলে উঠেছেন মোহাম্মদ আমিরও। তবে শেষরক্ষা হয়নি ঢাকা ডায়নামাইটসের। লো স্কোরিং ম্যাচে শোয়েব মালিকের দৃঢ়তায় ঢাকাকে ৪ উইকেটে পরাজিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে এসেছে কুমিল্লা।
বিপিএলের পঞ্চম আসরে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো দলটি এই নিয়ে টানা পঞ্চম জয় পেয়েছে। অন্যদিকে সপ্তম ম্যাচে এটি ঢাকার দ্বিতীয় হার। চার জয়ের বিপরীতে একটি ড্র করেছে দলটি।
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৮.৩ ওভারে ১২৮ রানে আটকে যায় ঢাকা ডায়নামাইটস। জবাবে ব্যাটিংয়ে নেমে ২ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লার জয়ে দারুণ ভূমিকা পালন করেন শোয়েব মালিক। চার নম্বরে নেমে ৫৩ বলে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই পাকিস্তানি অলরাউন্ডার। এছাড়া ইমরুল কায়েস ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।
সমান ৪ ওভারের স্পেলে নারিন ১৭ রানে এবং আমির ২৮ রানে দুটি করে উইকেট নেন। আবু হায়দার ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ১ উইকেট।
১২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৩ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে কুমিল্লা। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেটে ইমরুল কায়েস, ডোয়াইন ব্রাভো ও জস বাটলারকে নিয়ে যথাক্রমে ৩৫, ১৭ ও ২৪ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে ফিরিয়ে আনেন মালিক।
এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি কুমিল্লাকে। একপ্রান্ত আগলে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মালিক।
এর আগে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হাসান আলির তোপের মুখে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ঢাকা। তবে শেষদিকে ফের এই পাকিস্তানি বোলারের তোপের মুখে পড়ে ১৮.৩ ওভারে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় সাকিব আল হাসানের দল।
ঢাকার হয়ে সুনিল নারিন ৪৫ বলে ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৭৬ রান করেন। কুমার সাঙ্গাকারার ব্যাট থেকে আসে ২৮ রান। বাকি সবার নামের পাশেই মোবাইলের ডিজিট।
কুমিল্লার হয়ে ৩.৩ ওভারের স্পেলে ২০ রান দিয়ে ৫ উইকেট নেন হাসান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই তার সেরা বোলিং রেকর্ড। পাঁচ উইকেটের পাঁচটিই বোল্ড করেন হাসান। এছাড়া কুমিল্লার হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন দুটি ও রশিদ খান নেন একটি উইকেট।
টপারবিডি বাংলা-৭৭ম ৫৯৫
আমাদের পেজে আরও পড়ুন ⇒ সৌদি আরব আর ইরানের এই তীব্র শত্রুতার কারণ কি?
⇒ সেলফি তুলতে গিয়ে চারজন ছাত্রের মৃত্যু, সেলফি যেন ‘কিলফি’