Thursday , January 20 2022
Home / বিনোদন / সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তাসকিনের স্ত্রীর ‘হতাশা’

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তাসকিনের স্ত্রীর ‘হতাশা’

অনলাইন ডেস্কঃ হঠাৎ করে বিয়ের পর ভীষণ ব্যস্ত জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ তাজিম।

সম্প্রতি চলছে বিপিএলের পঞ্চম আসরের খেলা। তাই খেলোয়াড়দের একটু বেশিই ব্যস্ত সময় যাচ্ছে। স্বামী তাসকিন আহমেদ অনুশীলনে। তাই হোটেলরুমে বসে সময় যেন কাটতেই চায় না স্ত্রী সৈয়দা রাবেয়ার। জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিনের স্ত্রী এভাবেই নিজের ‘হতাশা’ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে। তাসকিন আহমেদের বিয়ে

সেই হতাশা কাটাতে মজলেন সেলফিতে। ছবি প্রকাশ করে লিখলেন, ‘সে অনুশীলনে, আমি যেতে পারিনি। একা একা লাগছে।’

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসের হয়ে খেলছেন তাসকিন। জাতীয় দলের সফর শেষে তাই এই টুর্নামেন্ট নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। এর মধ্যেও চেষ্টা করছেন নববধূকে সঙ্গে রাখতে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি মাঠেও দারুণ সময় কাটছে তার। ভাইকিংসের হয়ে পাঁচ ম্যাচে নিয়েছেন সাত উইকেট। এর মধ্যে দুই ম্যাচে তিনটি করে উইকেট নিয়েছেন।

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফেরার দিনই বিয়ের পিঁড়িতে বসে আলোচনায় আসেন তাসকিন। জীবনের জুটি বাঁধেন দীর্ঘদিনের বান্ধবী সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গে। গেল অক্টোবরের ৩১ তারিখে মোহাম্মদপুরের লালমাটিয়ায় স্ত্রী রাবেয়ার পৈতৃক বাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

বছর খানেক আগেই ঘরোয়াভাবে তাসকিন-রাবেয়ার আংটি বদল অনুষ্ঠিত হয়। স্ত্রী রাবেয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) অর্থনীতিতে স্নাতক বিভাগের শিক্ষার্থী। তাসকিন নিজেও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

টপারবিডি বাংলা-৭৭ম ৩৫০৪

Check Also

ইসলামে ভালোবাসার বাণী ও ন্যায়বিচার

টপারবিডি ডেস্কঃ অমুসলিমদের কেউ কেউ মনে করেন ইসলাম বিশ্বজুড়ে এত মিলিয়ন অনুসারী পেতে সক্ষম হতো …