Thursday , January 20 2022
Home / বিনোদন / শাকিব এখন অন্য গ্রহের বাসিন্দা বললেন আপু

শাকিব এখন অন্য গ্রহের বাসিন্দা বললেন আপু

বিনোদন ডেস্কঃ বিয়েবিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কথা বলবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ নিয়ে দু-এক দিনের মধ্যেই সংবাদ সম্মেলন করবেন তিনি। অপু বলেন, ‘তালাকনামার যে নোটিশ আমার ঠিকানায় পাঠানোর কথা বিভিন্ন সংবাদ থেকে জেনেছি, সেটি হাতে পাওয়ার পর আইনজীবীর সাথে পরামর্শ করে সবার সামনে কথা বলব।’

অপু বলেন, ‘বিষয়টি নিয়ে লুকোচুরির কিছু নেই, যা সত্য তা সবার জানা প্রয়োজন।’

সংবাদমাধ্যমে আসা খবরে কাবিননামা নিয়ে ভুল তথ্য দেয়া হয়েছে উল্লেখ করে অপু বলেন, ‘আমাদের বিয়ের কাবিননামায় টাকার অঙ্ক (দেনমোহর বাবদ) উল্লেখ আছে ১ কোটি ৭ লাখ টাকা। এটাকে কেউ যেন বিভ্রান্ত না করে।’ উল্লেখ্য, সোমবার দুপুরে শাকিব-অপুর বিয়েবিচ্ছেদের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শাকিবের আইনজীবী গণমাধ্যমে দেনমোহর ৭ লাখ টাকা উল্লেখ করেছিলেন। অপু বলেন, শাকিব এভাবে তালাক নোটিশ না পাঠিয়ে পানিঘোলা না করে নিজে সুন্দরভাবে আমার সাথে কথা বলে সংবাদ সম্মেলন করে সবাইকে বিষয়টি জানিয়ে দিতে পারত।’

অপু বলেন, ‘আমি চেষ্টা করেছি সংসার করতে। তবে সংসারের প্রতি শাকিবের কোনো মনোযোগ ছিল না। সে এখন অন্য গ্রহের বাসিন্দা। এ সত্ত্বেও আমি চাইব শাকিব যেন ক্যারিয়ারে আরো বেশি সফলতা পায়।’

২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব-অপু বিয়েবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের খবর ৯ বছর ধরে গোপন রেখেছিলেন তারা। চলতি বছরের ১০ এপ্রিল দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসে, এক রকম হাটে হাঁড়ি ভেঙে দেন অপু। এত দিন অপু বিশ্বাস গোপনে আগলে রেখেছিলেন শাকিব খানের ঔরসজাত সন্তানকে। কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় শাকিব-অপুর ছেলে আব্রাহাম খান জয়ের। সে সময় অপু বিশ্বাসের সিজারও করা হয়।

এ খবর প্রকাশের পর থেকেই শাকিবের সাথে অপুর মান-অভিমান চলছিল।
এ দিকে গত ২৭ সেপ্টেম্বর ছিল শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের প্রথম জন্মদিন। জন্মদিনের দাওয়াতপত্রে অপু বিশ্বাস ও জয়ের ছবি থাকলেও শাকিব খানের কোনো ছবি ছিল না। তখনো শাকিব-অপুর সম্পর্কের চরম টানাপড়েনের বিষয়টি আলোচনায় আসে। এমনকি ছেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যাননি শাকিব! যদিও শাকিব তার ছেলের সাথে দিনের বড় একটা অংশ কাটান সেদিন। এর পর থেকেই তাদের সম্পর্কের টানাপড়েন দিনকে দিন বাড়ছিল।

শাকিব খান গত ৩০ অক্টোবর ‘চালবাজ’ ছবির শুটিং শেষ করে ভারত থেকে ঢাকায় ফেরেন। এরপর ৪ নভেম্বর এফডিসিতে ‘আমি নেতা হব’ ছবির শুটিংয়ে অংশ নেন। আর ৫ নভেম্বর সকালের ফ্লাইটে থাইল্যান্ড যান তিনি। থাইল্যান্ড যাওয়ার পরই গুঞ্জন শুরু হয় অপুকে তালাক দিচ্ছেন শাকিব। ২০ নভেম্বরের দিকে দেশে ফেরেন তিনি।

ওই দিনই সন্তানকে বাসায় রেখে চিকিৎসার জন্য ভারতে যান অপু। ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন শাকিব-অপু।

টপারবিডি বাংলা-৭৭ম ২০১৩০

আপডেট পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গেই থাকুন,ধন্যবাদ

Check Also

ইসলামে ভালোবাসার বাণী ও ন্যায়বিচার

টপারবিডি ডেস্কঃ অমুসলিমদের কেউ কেউ মনে করেন ইসলাম বিশ্বজুড়ে এত মিলিয়ন অনুসারী পেতে সক্ষম হতো …