Sunday , May 22 2022
Home / বিনোদন / অবশেষে শাকিবের পাঠানো ডিভোর্স লেটার হাতে পেলেন অপু

অবশেষে শাকিবের পাঠানো ডিভোর্স লেটার হাতে পেলেন অপু

বিনোদন ডেস্কঃ  চিত্রনায়ক শাকিব খান তার স্ত্রী অপু বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠালেও এতদিন ডিভোর্স লেটার অপুর হাতে পৌঁছায়নি। তবে অবশেষে অপু হাতে এসে পৌঁছেছে শাকিবের ডিভোর্স লেটার।  

নাম প্রকাশে অনিচ্ছুক অপুর পারিবারিক সূত্র থেকে এর সত্যতা পাওয়া গেছে। এছাড়া তিনি জানিয়েছেন অপু ডিভোর্স লেটার হাতে পেলেও সে এখনো সেটা খুলে দেখেননি। কারণ সেটা খুলে দেখার মানসিকতা তার নেই।

তবে অপু বিশ্বাসের পারিবারিক সূত্র জানিয়েছে, শিগগিরই সংবাদ সম্মেলন করে মুখ খুলতে যাচ্ছেন তিনি। ডিভোর্স নোটিশ হাতে পেলে আইনজীবীর পরামর্শ নিয়ে একটি সংবাদ সম্মেলন করবেন তিনি। সেখানে সাংবাদিকদের কাছে নিজের সিদ্ধান্তের কথা জানাবেন। তবে এই সংবাদ সম্মেলন কবে ও কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনো ঠিক করেননি আপু বিশ্বাস।

শাকিব খানের পক্ষে আইনজীবী শেখ সিরাজুল ইসলামের অফিস থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কার্যালয়, ২৮ নভেম্বর অপু বিশ্বাসের ঢাকার নিকেতনের বাসা এবং বগুড়ার ঠিকানায় ডিভোর্সের নোটিস পাঠানো হয়েছিল।

টপারবিডি বাংলা-৭৭ম ৪৫০০

আপডেট পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গেই থাকুন,ধন্যবাদ

Check Also

ইসলামে ভালোবাসার বাণী ও ন্যায়বিচার

টপারবিডি ডেস্কঃ অমুসলিমদের কেউ কেউ মনে করেন ইসলাম বিশ্বজুড়ে এত মিলিয়ন অনুসারী পেতে সক্ষম হতো …