অনলাইন ডেস্কঃ উন্নয়ন কথামালায় থাকলেও, বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ রোববার তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় বলেন, এক দশক ধরে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে এখন তা জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দেশের পাঁচ কোটির ওপর মানুষ এখন খাদ্য বঞ্চিত।
বেগম জিয়ার টুইট বার্তায় বলেন, একটি সমীক্ষা বলছে, দেশের পাঁচ কোটির ওপর মানুষ খাদ্য-বঞ্চিত। প্রকৃত চিত্র আরো ভয়াবহ। এক দশকধরে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে এখন। উন্নয়ন কথামালায় থাকলেও, বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়।
টপারবিডি বাংলা-৭৭ম ১০০৯