অনলাইন ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের কালিহাতী উপজেলার যদুরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, বিকেলে কালিহাতী উপজেলার যদুরপাড়া মোড়ে ভূঞাপুর থেকে টাঙ্গাইলগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার যাত্রী ২ নারী নিহত হয়। আহত হয় অটোরিকশার চালকসহ ৩ জন।
আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
টপারবিডি বাংলা-৭৭ম ১১০০০