চাকরি ডেস্কঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। তারা ট্রেইনি অফিসার পদে এই জনবল নিয়োগ দেবে।
⇒যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫- এর মধ্যে ৪ থাকতে হবে। স্নাতকে ন্যূনতম সিজিপিত্র ২.৮০ এবং স্নাতকোত্তরে ৩ সিজিপিএ থাকতে হবে। শিক্ষা জীবনের সব ক্ষেত্রের যেকোনো দুটিতে প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ভাবেই তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না।
⇒বেতনঃ
প্রথম দুই বছর শিক্ষানবিশকালে নিয়োগ প্রাপ্তদের বেতন দেওয়া হবে ৩৫ হাজার টাকা এবং পরবর্তী বছর দেয়া হবে প্রতি মাসে ৪০ হাজার টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর নিয়োগপ্রাপ্তদের ‘অফিসার’ পদে পদোন্নতি ঘটবে।
⇒আবেদন প্রক্রিয়াঃ
বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে প্রার্থীদের সাউথইস্ট ব্যাংকের ওয়েবসাইট (https://www.southeastbank.com.bd/career.php) থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ১০ জানুয়ারি ২০১৮ পর্যন্ত।
বিস্তারিত দেখুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে :
টপারবিডি বাংলা-৭৭ম ১০১০
♥আমাদের পেজে আরও পড়ুন♥
♥আমাদের পেজে আরও পড়ুন♥