অনলাইন ডেস্কঃ সদ্য শেষ হওয়া বিপিএলে হাসিনি সৌম্য সরকারের ব্যাট।খুশি করতে পারেননি নির্বাচকদের মন।তার পরেও আসন্ন ত্রিদেশীয় সিরিজে ৩২ সদ্যসের প্রাথমিক দলে ঠাই পেয়েছেন তিনি।আর এই সুযোগটা কাজে লাগাতে চান তিনি।ভরিয়ে দিতে চান নির্বাচকদের মন।
সেই জন্যই ত্রিদেশীয় সিরিজের ক্যাম্প শুরুর আগে করছেন কঠোর অনুশীলন।তবে একটা গুজন ছিলো সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহের নাকি অনেক পছন্দের খেলোয়াড় ছিলেন তিনি আর সেই কারনেই নাকি পারফম্যান্স খারাপ থাকার পরেও অনায়াসে জাতীয় দলে খেলেছেন তিনি।
কিন্তু এই কথা মানতে নারাজ সৌম্য।এই প্রসংজ্ঞে আজ মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, না আসলে ভালো খেললে সেই দলে আসবে কে পছন্দ করলো না করলো এটা বড় কথা নয়, অনেক মানুষ এই ধরনের কথা বলে।কারন একটা ক্লাসে স্যার সবাইকে পছন্দ করে না। তো এই গুলা কোন বিষয় না। আমি যদি ভালো না খেলতাম তাহলে এই পর্যন্ত আসতাম না আর আমাকে পছন্দ করবে।আমি যদি স্কুলেও ভর্তি না হয় তাহলে কি ভাবে পছন্দ করবে। স্কুলে ভর্তি হওয়ার জন্য পরিক্ষা দিয়েছিলাম পরিক্ষায় ভালো করেছিলাম বলেই ভর্তি হতে পেরেছি আর আমাকে পছন্দ করেছে।
আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজের প্রাথমিক ক্যাম্প। এখন সময়ের অপেক্ষা এই সিরিজে সৌম্য নিজেকে কতটা মেলে ধরতে পারেন।
টপারবিডি বাংলা-৭৭ম ১১০০০