দরজায় বিদায়ের ঘণ্টা। নতুন বছরকে বরণ করে নিতে চলছে নানা প্রস্তুতি। পাওয়া আর না পাওয়া সফলতার আর ব্যর্থতার হিসেব নিকেশ মিলেচ্ছে অনেকে। আর কেউ কেউ তার প্রিয় তারকার খবর জানা নিয়ে ব্যস্ত।
চলতি বছরে নানা ঘটনার মধ্য দিয়ে কেটে গেল শোবিজ ভুবনেরও ২০১৭ সাল। আলোচনা-সমালোচানায় ছিলো নানা ছবি থেকে শুরু করে নায়ক-নায়িকারাও। এবার দেখে নেয়া যাক চলতি বছরে যে সব নায়কা আলোচনায় ছিলো।
অপু বিশ্বাসঃ চলতি বছরে আলোচনায় থাকা নায়িকাদের প্রসঙ্গ উঠলে সবার প্রথমে চলে আসে নায়কা অপু বিশ্বাসের নাম। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মজীবন নিয়ে প্রায় সারা বছরই আলোচনায় ছিলেন এই নায়িকা।
বছরের শুরুর দিকে দীর্ঘ আট মাস লাপাত্তা থাকার পর হঠাৎ করেই বাচ্চাসহ টিভিতে লাইভে আসেন এই নায়িকা। জানান তার আর শাকিব খনের বিয়েসহ নানা তথ্য। সেই থেকে আলোচনার শুরু।
পরে আবারো আলোচনায় আসেন শাকিব খান আর তার ‘রাজনীতি’ ছবি মুক্তির পর। এভাবে প্রায় সারা বছরই আলোচনায় ছিল জনপ্রিয় এই নায়িকা। সর্বশেষ আলোচনায় ফের আসেন শাকিব ও তার ডিভোর্স নিয়ে। যদিও এখন পর্যন্ত এর সুরাহা হয়নি।
পরীমণিঃ ‘পরীমণি’ নামই যার বিশেষণ। বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকাদের নাম উঠলেই সবার মুখে চলে আসে তার নাম। অন্যান্য বছরের ন্যায় এই বছরেও আলোচনায় ছিলেন পরীমণি।
চলতি বছরে তার মুক্তি পেয়েছে চারটি চলচ্চিত্র ‘ আপন মানুষ’, ‘সোনা বন্ধু’, ‘অন্তর জ্বালা’ ও সর্বশেষ ‘ইনোসেন্ট লাভ’। তবে বছরের শেষে ‘অন্তর জ্বালা’ দিয়ে সবার প্রশংসা কুড়িয়েছে সর্বদা হাস্যোজ্জ্বল এই নায়িকা।
শবনম বুবলীঃ ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম আলোচিত নায়িকা শবনম বুবলী। চলতি বছর মুক্তি পেয়েছে তার দুটি চলচ্চিত্র। দুটি চলচ্চিত্রই শাকিব খানের সাথে। একটি ‘রংবাজ’ ও অন্যটি ‘অংকার’।
ছবির পাশাপাশি ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় নিয়েও বেশ আলোচনায় ছিলেন নবাগতা এই নায়িকা।
তিশাঃ ছোট পর্দায় নিজের পারদর্শিতা বেশ দেখিয়েছেন নুসরাত ইমরোজ তিশা। বড় পর্দায়ও দেখেছে দক্ষতার ছাপ। চলতি বছর তার মুক্তি পেয়েছে দুটি ছবি। একটি ‘ডুব’ ও অন্যটি ‘হালদা’। দুই ছবির জন্যই বেশ প্রশংসিত হয়েছেন এই নায়িকা।
মাহিঃ ‘ঢাকা অ্যাটাক’ চলতি বছরের ব্যবসা সফল ছবি। আর এই ছবি দিয়ে নতুন করে আবারো আলোচনায় আসেন নায়িকা মাহিয়া মাহি।
টপারবিডি বাংলা-৭৭ম ১৩০০১