Thursday , January 20 2022
Home / বিনোদন / বর্ষসেরা নায়ক শাকিব খান

বর্ষসেরা নায়ক শাকিব খান

বিনোদন ডেস্কঃ রেডিও টুডে’র ‘মুভি টাইম উইথ সৈকত সালাহউদ্দিন’-এর জরিপে ২০১৭ সালের সেরা নায়ক হয়েছেন সুপারস্টার শাকিব খান। ঢালিউডে গত এক দশকের বেশি সময় ধরেই তিনি নাম্বার ওয়ান পজিশন ধরে রেখেছেন। এ বছর শাকিব খান অভিনীত ৫টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এগুলো হলো, সত্তা, নবাব, রাজনীতি, রংবাজ ও ‘অহংকার’। সবগুলো ছবিই ছিলো আলোচনা এবং সাফল্যের সারিতে।

দর্শকের প্রদত্ত ভোটের মাধ্যমে এই জরিপ করা হয়েছে। রেডিও টুডের অফিশিয়াল ফ্যান পেজে দর্শকরা মন্তব্য করেছেন, সেই মন্তব্যের ভিত্তিতেই নির্বাচন করা হয় বছরের সেরা নায়ককে।

এ প্রসঙ্গে সৈকত সালাহউদ্দিন বলেন, ‘আমরা প্রাথমিকভাবে দশ জন নায়ককে নিয়ে জরিপ করেছি। সেখান থেকে বাছাই করে চূড়ান্ত পর্বে তিন জনকে নির্বাচন করি। এবং সবশেষে ৩ জন থেকে সেরা নায়ক বাছাই করেছি। তিন জনের মধ্যে শাকিব খান ছাড়া ছিলেন আরিফিন শুভ ও মোশাররফ করিম। দর্শকের ভোটের মাধ্যমেই এই জরিপ সম্পন্ন হয়েছে।’

সৈকত সালাহউদ্দিন আরও জানান, ‘মুভি টাইম’-এর আগামী পর্বে ২০১৭-এর সেরা নায়িকা নির্বাচন করা হবে। সেটাও অবশ্যই দর্শকের ভোটের মাধ্যমে।

টপারবিডি বাংলা-৭৭ম ২১৩২০

আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন গ্রুপে যোগ দিন

Check Also

ইসলামে ভালোবাসার বাণী ও ন্যায়বিচার

টপারবিডি ডেস্কঃ অমুসলিমদের কেউ কেউ মনে করেন ইসলাম বিশ্বজুড়ে এত মিলিয়ন অনুসারী পেতে সক্ষম হতো …