Monday , October 18 2021
Home / খেলাধুলা / ক্রিকেট / সন্তানদের আবদার পূরণ করলেন মাশরাফি

সন্তানদের আবদার পূরণ করলেন মাশরাফি

অনলাইন ডেস্কঃত্রিদেশীয় সিরিজের জোর প্রস্তুতি চলছে টাইগারদের। এর ফাঁকে দুই দিনের ছুটি ছিলো বৃহস্পতি আর শুক্রবার। কিন্তু বৃহস্পতিবার ছুটির দিনেও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দেখা গেল মিরপুর স্টেডিয়ামে। সঙ্গে দুই সন্তান।

যাওয়ার আগে ‘আই অ্যাম অ্যা ডিস্কো ড্যান্সার’ গানের তালে নাচলো সাহেল। বাবা মাশরাফির হাততালিতে যেন আরও অনুপ্রেরণা পেল। সব মিলিয়ে ছুটির দিনটা সন্তানদের সঙ্গে দারুণ কাটালেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

জানা গেছে, সন্তানদের আবদার ছিলো বাবার সাথে জিম করবে। তাই নিয়ে এসেছেন বাবা মাশরাফি। জিম ফাঁকা পেয়ে তার ভেতর ছুটোছুটি আর বাবার সাথে এটা-সেটার কসরত করে কাটিয়েছে সাহেল আর হুমাইরা।

জিমে ঢুকেই যেন ঈদের আনন্দ সায়েল-হুমাইরার। ফাঁকা জিম পেয়ে এ মাথা থেকে ও মাথা দৌড়-ঝাঁপে ব্যস্ত হয়ে ওঠে তারা। উপস্থিত সাংবাদিকদের দেখে শুরুতে কিছুটা লজ্জা পেলেও বাবার উৎসাহে তাদের আনন্দে কোনও ব্যাঘাত ঘটেনি। ওই সময় তারা ছিল স্বপ্নপুরীতে, চোখে-মুখে খুশির ঝিলিক।

 টপারবিডি বাংলা-৭৭ম ২৪৬০৩

আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন গ্রুপে যোগ দিন

Check Also

ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেবে কিসমিস!

কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড় মজবুত করতে বেশ ভূমিকা পালন করে। কিসমিসে আরো …