Monday , May 16 2022
Home / স্বাস্থ্য / চিকিৎসা ও ঔষুধ / ৮ ঘণ্টার কম ঘুমে ভয়ানক স্বাস্থ্য ঝুঁকি বাড়ে!!

৮ ঘণ্টার কম ঘুমে ভয়ানক স্বাস্থ্য ঝুঁকি বাড়ে!!

স্বাস্থ্য ডেস্কঃ জীবনধারণে খাবার গ্রহণ যেমনটা প্রয়োজন, পর্যাপ্ত ঘুমও অত্যাবশ্যক। তবে, কয়ঘন্টা ঘুমাবেন বিষয়টি আমলে নিতে হবে আপনাকে। প্রচুর কাজ করেন আপনি কিন্তু ঘুমাচ্ছেন কম কিংবা ঘুমে অনিয়ম। এর ফলে, জটিল রোগের শিকার হতে হবে আপনাকে। সম্প্রতি সায়েন্স ডাইরেক্ট জার্নালে প্রকাশিত এক সমীক্ষার রিপোর্টে এ বিষয়ে সতর্ক করছেন বিজ্ঞানীরা। 

তারা বলছেন, দিনে ৮ ঘণ্টার কম ঘুমালে বিষণ্নতা(ডিপ্রেশন)ও উদ্বিগ্নতায়(অ্যাংজাইটি)আক্রান্ত হবেন আপনি।শুধু তাই নয়, এই অভ্যাসের কারনে মনঃসংযোগ ক্ষমতা কমে যাবে, হৃদরোগসহ অন্য স্বাস্থ্যঝুঁকি বাড়বে।

ওই গবেষণা দলের প্রধান প্রফেসর মেরেডিথ কোল জানান, মানুষের একটা সাধারণ প্রবণতা হলো, কোনো একটি বিষয় নিয়ে চিন্তা করে যাওয়া। আর এসবের মধ্যে কিছু নেগেটিভ চিন্তাও থাকে। এইসব চিন্তাগুলিই উদ্বিগ্নতা ও বিষণ্নতা-র মতো জটিল স্বাস্থ্যঝুঁকি ডেকে আনতে পারে।

ওই গবেষণা অনুযায়ী, প্রয়োজনমতো ঘুম মস্তিস্ক থেকে নেগেটিভ চিন্তাভাবনা অনেকটাই হ্রাস করে। কেউ ডিপ্রেশন বা অ্যাংজাইটির শিকার হলে মনোরোগ বিশেষজ্ঞদের প্রধান কাজই হলো, ঘুমাতে যাওয়ার টাইমটেবিল ও ঘুমের সময় বেঁধে দেওয়া।তাই, মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার আগে ঘুমের সময় ও পরিমাণ সম্পর্কে সচেতন হওয়া উচিত। আর যদি আপনি মনে করেন, ওই ভয়ঙ্কর সমস্যা থেকে মুক্তি চান তবে প্র্রতিরাতে ৮ ঘন্টা ঘুমের অভ্যাস মেনে চলুন।    

তথ্যসূত্র: সায়েন্স ডাইরেক্ট জার্নাল 

টপারবিডি বাংলা-৭৭ম ২৫১০০

আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন গ্রুপে যোগ দিন

Check Also

ইসলামে ভালোবাসার বাণী ও ন্যায়বিচার

টপারবিডি ডেস্কঃ অমুসলিমদের কেউ কেউ মনে করেন ইসলাম বিশ্বজুড়ে এত মিলিয়ন অনুসারী পেতে সক্ষম হতো …