অনলাইন ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল চলছে শের-ই বাংলায়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের মাঝখানেই আহত হয়ে হাসপাতালে যেতে হলো দলের অন্যতম ভরসা সাকিব আল হাসানকে।
আজ (শনিবার) মিরপুর থেকে তাকে সরাসরি অ্যাপোলো হাসপাতালে নেয়া হয় বলে বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
৪২তম ওভারের প্রথম বলে এক্সট্রা কাভারে বল ঠেলে দিয়ে এক রান তুলে নেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল। ডাইভ দিয়ে বল থ্রো করতে চেয়েছিলেন ফিল্ডার সাকিব। তবে বল তালুবন্দি হয়নি বরং অস্বাভাবিকভাবে বাঁহাতের আঙুল মাটিতে উল্টোভাবে মাটিতে আঘাত করে। মাঠেই লুটিয়ে পড়েন সাকিব। এরপর হাতে বরফ চেপে মাঠ ছাড়েন তিনি। তার পরিবর্তে ম্যাচের বাকি সময় ফিল্ডিং করেন নাসির হোসেন।
ত্রিদেশীয় সিরিজে ওয়ানডাউনে ব্যাট করছেন সাকিব। নিয়মঅনুযায়ী তিনি ফিরতে না পারলে তার জায়গায় অন্য কেউ ব্যাট করতে পারবেন না।
টপারবিডি বাংলা-৭৭ম ১২৭১৮২