Sunday , April 21 2019
Home / স্বাস্থ্য / চিকিৎসা ও ঔষুধ / পেইন কিলার বা ব্যথার ঔষুধে হারাবে যৌনক্ষমতা!

পেইন কিলার বা ব্যথার ঔষুধে হারাবে যৌনক্ষমতা!

স্বাস্থ্য ডেস্কঃ পেইন কিলার বা ব্যথার ঔষধ। এর বেশী মাত্রায় প্রয়োগ যে কতটা ক্ষতিকর তা বেরিয়ে এসেছে গবেষণায়। ইবুপ্রফেনের ওপর গত কয়েক বছর ধরে গবেষণা চালিয়েছেন একদল বিজ্ঞানী।

গবেষণা শেষে তারা জানিয়েছেন, কোনো মানুষ, বিশেষত পুরুষ অতিরিক্ত মাত্রায় পেইন কিলার খায় তাহলে একটা সময় আসবে যখন তারা যৌন ক্ষমতা হারাতে পারেন। পাশাপাশি মানব শরীরের পেশী ভেঙে যাওয়া ও ক্লান্তির মতো নানা সমস্যায় পড়তে পারেন।

বিজ্ঞানীরা ১৮ থেকে ৩৫ বছর পুরুষদের ওপর ছয় সপ্তাহ ধরে মারাত্মক এই গবেষণা চালান। গবেষণা চলাকালীন ইবুপ্রফেন খাওয়ার পর পুরুষদের যৌন হরমোনের গতি প্রকৃতি কী অবস্থায় থাকে তা পরীক্ষা করে দেখেন তারা।

এতে দেখা যায়, দিনে দু’বার ৬০০ মিলিগ্রাম করে ইবুপ্রফেন পেইন কিলার ওষুধ তাদের শরীরে টেসটোস্টেরনের মাত্রা বাড়িয়ে দিলেও শরীরের স্বাভাবিক নিয়ম ব্যহত হয়।

টপারবিডি বাংলা-৭৭ম  ১৩১১৮০১

আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন গ্রুপে যোগ দিন

আরও পড়ুন

হোয়াইটওয়াশের পথে আরেক ধাপ ভারতের!!

অনলাইন ডেস্কঃ হোয়াইটওয়াশের ক্ষেত্র প্রস্তুতই আছে। আগের দুই ম্যাচে হেরেছে গো হারা। জোহানেসবার্গে শেষ ম্যাচ …