অনলাইন ডেস্কঃ বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে কেঁদে ফেললেন। তার অধিনায়কত্ব ও ব্যাটিং নিয়ে প্রশ্ন ওঠায় আবেগ আপ্লুত হয়ে পড়েন বগুড়ার এই ক্রিকেটার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে বরিশাল বুলসের হয়ে খেলেন মুশফিক। ওই দলটির মালিক এমএ আউয়াল চৌধুরী বুলু গতকাল এক টেলিভিশন সাক্ষাৎকারে মুশফিককে বাজে অধিনায়ক ও বাজে ব্যাটসম্যান হিসেবে সমালোচনা করেছিলেন। এমন ঘটনায় একেবারে ভেঙে পড়েছেন মুশফিক। আজ বিসিবিতে সাংবাদিকদের কাছে কেঁদেই ফেলেন তিনি।
এ প্রসঙ্গে মুশফিক বলেন, ‘গত ১২ বছর ধরে আমি জাতীয় দলে খেলছি। আমার সম্পর্কে এমন অভিযোগ এর আগে কখনও ওঠেনি। তিনি আমাকে খারাপ খেলোয়াড় বলতে পারেন। কিন্তু আমাকে দায়িত্বজ্ঞানহীন বলতে পারেন না। আমি আশা করব, মল্লিক ভাইয়েরা বিষয়টা দেখবেন। আমি তাদের জানিয়েছি। আজ আমার সঙ্গে হয়েছে, সামনে যে অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে হবে না, তার গ্যারান্টি কি? এইটুকু সম্মান তো একজন খেলোয়াড় পেতেই পারেন। ‘
মুশফিক এরপর আর কথা বলতে পারেন না। চোখের জল লুকাতে দ্রুত সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করে বেরিয়ে যান।
এদিকে এই ঘটনায় বিসিবিও ক্ষুব্ধ। আজই বরিশাল বুলসের মালিক ও বিসিবির অন্যতম ওই পরিচালককে শোকজ নোটিশ পাঠিয়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সর্বোচ্চ সংস্থা বিসিবি।
বিসিবির পরিচালক ও বিপিএল গভার্নিং বোর্ডের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক দুপুরে সাংবাদিকদের বলেন, মুশফিক আমাদের জাতীয় দলের অধিনায়ক। একজন জাতীয় দলের ক্রিকেটারের বিরুদ্ধে এই ধরণের কথা বলা উচিত হয়নি। অবশ্যই এ বিষয়ে বিসিবি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে।