Thursday , May 19 2022
Home / খেলাধুলা / পত্রিকা খুব একটা পড়া হয় না,শুধু খেলাতেই মনোযোগী নাসির হোসেন

পত্রিকা খুব একটা পড়া হয় না,শুধু খেলাতেই মনোযোগী নাসির হোসেন

পত্রিকা খুব একটা পড়া হয় না, ফেসবুকেও কম বসা হয় বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেনর। ফলে সব ধরণের সমালোচনা এড়িয়ে শুধু খেলাতেই মজে থাকতে চান তিনি।আজ (রোববার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লাউঞ্জে বসে সাংবাদিকদের এসব গল্প শোনালেন নাসির।

তিনি বলেন, যাদের নাম হয়, তাদের বদনামও হয়। আর আপনি আমাকে এক চোখে দেখবেন আর অন্যজন অন্য চোখে দেখবে এটাই স্বাভাবিক।’ এসময় তিনি সামাজিক যোগাযোগে তার জনপ্রিয়তার জন্যও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নাসির বলেন, আমরা খেলোয়াড়, ভালো পারফর্ম করার জন্য ফিটনেস ৬০ ভাগ সাহায্য করে। আমি আমারটা ফিটনেস ট্রেনিং ক্যাম্প থেকে পাওয়ার চেষ্টা করছি। মনোযোগ আর প্রস্তুতি এখন ফিটনেস ট্রেনিং নিয়ে। ব্যাটিং-বোলিং শুরু করার পর সেখানেও ভালো করার চেষ্টা করব।

তার নামের পাশে যোগ হয়েছে সিরিয়াস না হওয়ার ট্যাগ। নাসির মনে করেন তিনি যথেস্ট সিরিয়াস এবং দেশের হয়ে খেলতে, দলের হয়ে পারফর্ম করতে তার নিবেদন সব থেকে বেশি। এক প্রশ্নের জবাবে বলেন,দলে ফেরার জন্য আমি সিরিয়াস অনুশীলন করছি। দলে প্রবেশের সুযোগ আমার হাতে নেই। আমার করণীয় যেটা, সেটা আমি করছি। এতটুকু বিশ্বাস আছে, আমি যেভাবে খেলছি সেভাবে খেলতে পারলে অবশ্যই জাতীয় দলে ঢুকব।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে তেমন ভাবছেন না নাসির। তার লক্ষ্য দক্ষিণ আফ্রিকা সফর। যেখানে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার প্রত্যাশা জাতীয় দলের জার্সিতে সেখান থেকেই সূচনা হবে নতুন নাসিরের! তার ভাষ্য,‘টেস্ট সিরিজ নিয়ে তেমন কোনো লক্ষ্য নেই। ওয়ানডেতে যদি আমি খেলি অবশ্যই দল আমার থেকে যা চায়, সেটাই করার চেষ্টা করব।

উল্লেখ্য,মাঠের বাইরের জীবনযাপন নিয়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ক্রিকেটারের নাম নাসির হোসেন। বরাবরই আলোচনায় থাকেন ফিনিশার খ্যাত এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফির পর সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারও এই নাসির!

Check Also

তামিমের অনন্য অর্জন একই দিনে দুটি রেকর্ড!!

অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ডের বরপুত্র বলা হতো ক্যারিবিয়ান গ্রেট ব্রায়ান লারাকে। বাংলাদেশের ক্ষেত্রে এই …