Monday , October 18 2021
Home / বিনোদন / জনপ্রিয় লিংকিন পার্ক ব্যান্ডের ভোকালিস্ট চেস্টার বেনিংটনের আত্মহত্যা

জনপ্রিয় লিংকিন পার্ক ব্যান্ডের ভোকালিস্ট চেস্টার বেনিংটনের আত্মহত্যা

কোটি ভক্তের হৃদয় ভেঙে দিয়ে গতকাল পৃথিবী ছেড়ে চলে যান জনপ্রিয় লিংকিন পার্ক ব্যান্ডের ভোকালিস্ট চেস্টার বেনিংটন। আত্মহত্যার মধ্য দিয়ে তাঁর এই অসময়ে চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না। আজ পরিবার, পরিজন, বন্ধু ও ভক্তরা যখন শোকগ্রস্ত, তখনই সবার নজরে পড়ে বেনিংটন আত্মহত্যার এক ঘণ্টা আগে ইউটিউবে একটি মিউজিক ভিডিও ছেড়েছিলেন। 

ডিএনএ ইন্ডিয়ার একটি খবরে জানা যায়, ‘ওয়ান মোর লাইট’ অ্যালবামের ‘টকিং টু মাইসেলফ’ শিরোনামের একটি মিউজিক ভিডিও ৯টা ১ মিনিটে ইউটিউবে মুক্তি দেওয়া হয়। মূলত এর এক ঘণ্টা পরই ক্যালিফোর্নিয়ার ‘পালোস ভারডেস এস্টেটে’ আত্মহত্যা করেন চেস্টার। মিউজিক ভিডিওটিতে ‘টকিং টু মাইসেলফ’ গানটির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে চেস্টারের বিভিন্ন সময়ে করা লাইভ শোয়ের কিছু অংশ, মঞ্চে তাঁর গান গাওয়ার বেশ কিছু দৃশ্য, শোয়ের আগে অনুশীলন, দর্শক ও তাঁর গান নিয়ে উন্মাদনা। 

মিউজিক ভিডিওটির একবারে শেষে এসে দেখা যায়, মাইক্রোফোন থেকে দূরে সরে যাচ্ছেন চেস্টার। এই চলে যাওয়াটা যে তার পৃথিবী থেকেই চলে যাওয়া হবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কেউ। 

তাঁর এই চলে যাওয়ার সঙ্গে ‘টকিং টু মাইসেলফ’ গানটি জড়িয়ে যাওয়ার ফলে গানটির নতুন মানে করছেন অনেক ভক্তই। তা ছাড়া চেস্টার বেনিংটনের জীবনের শুরুটাও অতটা মধুর ছিল না। ছোটবেলায় এক বৃদ্ধ ব্যক্তির নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। এ ছাড়া নেশা ও অ্যালকোহলেও আসক্ত ছিলেন বেনিংটন। তালিন্ডা বেন্টলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চেস্টার। তাঁদের সন্তানের সংখ্যা ছয়টি।

চেস্টার লিংকিন পার্ক ব্যান্ডের সঙ্গে ‘ওয়ান মোর লাইট’ শিরোনামে বিশ্বের বিভিন্ন শহরে গানের অনুষ্ঠান করছিলেন।

Check Also

সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সাফল্যের পেছনে মোদি??

সালমান খান অভিনীত সদ্য মুক্তি পাওয়া ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সাফল্যের সঙ্গে নাকি জড়িয়ে আছেন …