Wednesday , March 27 2019
Home / আন্তর্জাতিক / আল আকসা মসজিদ নিয়ে ইসরায়েল-ফিলিস্তিন বিরাজমান সংকটে নিহত ৬

আল আকসা মসজিদ নিয়ে ইসরায়েল-ফিলিস্তিন বিরাজমান সংকটে নিহত ৬

অনলাইন ডেস্কঃ জেরুজালেমের আল-আকসা মসজিদকে কেন্দ্র করে একুশ জুলাই শুক্রবার নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ সময় দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া প্রায় দুইশত লোক আহত হয়েছেন।

মসজিদটিতে ৫০ বছরের কম বয়সী ফিলিস্তিনি পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করে ইসরাইল। এর প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর ইসরাইলের এ বৈষম্যমূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ র‍্যালি বের করে হাজার হাজার মুসল্লি। এক পর্যায়ে ইসরাইল সেটেলার ও ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়।

এ সময় ইসরাইলি এক সেটেলার জেরুজালেমের রাস আলমুদ এলাকায় ১৮ বছর বয়সী এক ফিলিস্তিনি বালককে গুলি করে হত্যা করা হয়।আলজাজিরা জানায়, বিক্ষোভকালে ইসরাইলি পুলিশ ফিলিস্তিনিদের ওপর টিয়ারগ্যাস, রাবার বুলেট ও বিভিন্ন ধরনের গোলাবারুদ ছোড়ে।

১৪ই জুলাই জেরুজালেমে বন্দুকধারীর গুলিতে নিহত হন দুই ইসরাইলি পুলিশ সদস্য।  পাল্টা গুলিতে মারা যান তিন হামলাকারী।  এ পরিস্থিতিতে আল আকসা মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেয় ইসরাইল।

এরপর সপ্তাহজুড়ে ফিলিস্তিনিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের প্রতিবাদের মুখে মসজিদটি খুলে দেয়ার পর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল। এ নিষেধাজ্ঞায় ৫০ বছরের কম বয়সী ফিলিস্তিনি মুসল্লিদের মসজিদে প্রবেশ করতে বাধা দেয়া হয়।

ইসরাইলের বৈষম্যমূলক এ নিষেধাজ্ঞার বিরুদ্ধেই শুক্রবার ফুঁসে ওঠে ফিলিস্তিনিরা। এদিকে শুক্রবারের এ সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, ইসরাইলি এক পুলিশ মসজিদের বাইরে রাস্তার ওপর নামাজরত এক মুসল্লিকে লাথি মারছে।ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদে প্রবেশের প্রধান দ্বার লায়ন্স গেটের সামনে মেটাল ডিটেক্টর বসানোর প্রতিবাদে কয়েকদিন ধরেই বাইরে নামাজ পড়ছিলেন বিভিন্ন শ্রেণী-পেশার ফিলিস্তিনি ও ইসরাইলি আরবরা।

আরও পড়ুন

চীনা সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতির নির্দেশ

অনলাইন ডেস্কঃ সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে ও মৃত্যুকে ভয় না পেতে সেনাবাহিনীর প্রতি আহ্বান …